কলকাতা

‘এটা আমাদের আংশিক জয়’, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই উচ্ছ্বাস আন্দোলনরত ডাক্তারদের

মোট ১৬ দিন জিজ্ঞাসাবাদ। অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে খবর, রাত সাড়ে সাতটা নাগাদ ভারতীয় দণ্ডবিধির ৪২০(প্রতারণা) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় সন্দীপকে গ্রেপ্তার করা হয়। যেহেতু পুরোনো অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে তাই এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করে সিবিআই। সিবিআইয়ের FIR-এ অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মীর ঘুষ নেওয়া সংক্রান্ত অভিযোগ উল্লেখ করা হয়েছে। খবরটি প্রচারিত হওয়ার সময় লালবাজার থেকে কিছুটা দূরেই রাস্তায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সন্দীপের গ্রেপ্তারির খবর পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলেই। এটা ‘আংশিক জয়’ বলে দাবি করেন আন্দোলনরত চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই সন্দীপ ঘোষের অপসারণের দাবি তুলেছিলেন তাঁরা। আরজি কর থেকে তাঁকে বদলি করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এরপরে চিকিৎসকদের মধ্যে ক্ষোভের পরিমাণ বাড়তে থাকে। পরে ছুটি যান সন্দীপ। মাঝের কিছুদিন রোজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে সন্দীপকে। এরপর আজ, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ। খবরটি শোনা মাত্রই উল্লাস দেখা যায় জুনিয়র ডাক্তারদের মধ্যে।