সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সিবিআই ক্লোজার রিপোর্ট দাখিল করার পর রিয়া চক্রবর্তী, ভাই শৌভিক চক্রবর্তী এবং তাঁর বাবা কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রথম বার জনসমক্ষে এসেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে রিয়া এবং শৌভিককে প্রয়াত অভিনেতার মৃত্যুতে মাদক সংক্রান্ত মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করেছিল। ২০২০ সালে ৩৪ বছর বয়সে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সিবিআই মামলার ক্লোজার দায়ের করার পর, রিয়া, শৌভিক এবং তাঁদের বাবা মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান। হাত জোড় করে মিডিয়ার সামনে উপস্থিত হতেও দেখা যায় তাঁদের। ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি রিয়া এবং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবং দীর্ঘ দিন ধরে চলা এই মামলায় যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে রিয়াকে, তার জন্যও সকলকে অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতেও অনুরোধ করেছেন। সিবিআইয়ের ক্লোজ়ার রিপোর্টের প্রতিক্রিয়ায় অভিনেত্রী দিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রিয়াকে অনেক যন্ত্রণা ও হয়রানি সহ্য করতে হয়েছে। এখন কি তাঁরা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইবেন? আপনারা কেবল টিআরপির জন্য এতটা যন্ত্রণা দিয়েছেন রিয়াকে। দয়া করে এ বার ক্ষমা চাইবেন।’
