খেলা

ঋষভ পন্থের চোট কতটা গুরুতর! জানাল বিসিসিআই

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। পায়ে গুরুতর চোট পেয়ে যন্ত্রণায় কাতররে মাঠ ছাড়তে হয়েছে ঋষভ পন্থকে। লর্ডস টেস্টে আঙুলে চোট পেয়ে কিপিং করতে পারেননি ওই ম্যাচে। এ বার ক্রিস ওকসের বলে পায়ে চোট পাওয়ায় সংশয় তৈরি হয়েছে ঋষভের খেলা নিয়ে। শুধু এই ম্যাচ নয়, গোটা সিরিজ়ে থেকেই তিনি ছিটকে গেলেন কি না, সেই প্রশ্ন উঠছে। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে সাই সুদর্শন জানান, স্ক্যানের রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না কিছুই। তবে ঋষভের চোট নিয়ে চিন্তায় প্রাক্তন ক্রিকেটাররাও। এই নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং, রবি শাস্ত্রীরা। ক্রিস ওকসের একটি ফুল লেংথ বলে রিভার্স স্যুইপ মারতে যান পন্থ। কিন্তু সেটা মিস করায় সরাসরি বল গিয়ে লাগে তাঁর বুটে এবং তিনি পড়ে যান। টিম ইন্ডিয়ার ফিজিও ও চিকিৎসকরা ছুটে আসেন এবং পন্থের চোট পরীক্ষা করা হয়। দেখা যায় তিনি দাঁড়াতেই পারছেন না এবং তাঁর পা থেকে রক্ত বেরোচ্ছে। এর পরে মিনি অ্যাম্বুল্যান্স এনে তাতে করে পন্থকে বের করা হয়। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। এই নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘পন্থের যন্ত্রণা সহ্যের ক্ষমতা অনেক বেশি। কিন্তু তিনিই যে ভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তা থেকেই বোঝা যায় কতটা গুরুতর পন্থের চোট। যতই বরফ দেওয়া হোক না কেন, সহজে সারবে না এই চোট।’ টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে।  বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের। রিপোর্ট আসার পর বোঝা যাবে ঋষভের চোট কতটা গুরুতর। রাতের দিকে বিসিসিআই সোশাল মিডিয়ায় পন্থের চোট নিয়ে বিসিসিআই জানায়, “পন্থকে স্টেডিয়াম থেকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ওঁর দিকে নজর রেখেছে।” তবে যেভাবে পন্থ মাঠের বাইরে চলে যান, সেটা দেখে কারও কারও মনে হচ্ছে, তাঁর পায়ের হাড় ভাঙলেও ভেঙে থাকতে পারে। কিন্তু পুরোটাই জল্পনা। যতক্ষণ না পর্যন্ত স্ক্যান রিপোর্ট আসছে, নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। লর্ডস টেস্টের সময়ও হাতে চোট পেয়েছিলেন ঋষভ। যার ফলে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। ঋষভ অবশ্য ব্যাটিং করতে নেমেছিলেন। শেষ পর্যন্ত যদি ঋষভ না ফিরতে পারেন আবারও উইকেটকিপিং করতে হবে জুরেলকেই। তবে পন্থ ব্যাট করতে না পারলে জুরেল ব্যাটিং করতে পারবেন না। সেক্ষেত্রে একজন কম নিয়েই খেলতে হবে টিম ইন্ডিয়াকে।