বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফের রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বার সাংসদ হিসেবে শপথ নিতে গিয়ে নাম না করে নিজের পুরোন দল সিপিএমের বেশ কিছু নেতাকে বিঁধলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ জহর সরকারের পদত্যাগের ফলে রাজ্যসভায় খালি হওয়া আসনে ঋতব্রতকে মনোনীত করে তৃণমূল৷ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সাংসদ নির্বাচিত হন ঋতব্রত৷ এ দিন শপথ নেন তিনি৷ দ্বিতীয় বার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরই উরুগুয়ের সাহিত্যিক এডুয়ার্দো গ্যালিয়ানোর বিখ্যাত উক্তি শোনা যায় ঋতব্রতর মুখে৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ইতিহাস কখনও বিদায় জানায় না৷’