কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। মধ্যমগ্রামে বাদু রোডের দাঁড়িয়ে থাকা অটোর উপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ। এই ঘটনায় অটোটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। গাছ ভেঙে পড়ার ঘটনায় মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডের যান চলাচল পুরোপুরি বন্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশষ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। রাস্তা থেকে যত দ্রুত ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। কোন হতাহতের খবর নেই আপাতত। কালবৈশাখীর দাপটে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।