জেলা

কাটোয়াতে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ডাকাতি, গুলিতে জখম এক যুবক

পূর্ব বর্ধমানের কাটোয়াতে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ডাকাতির অভিযোগ ৷ ডাকাতি করতে এসে ডাকাত দল গুলি চালায় বলেও অভিযোগ । ঘটনায় আহত হয়েছেন এক যুবক । ডাকাতদের হদিশ পেতে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-1 ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামের বাসিন্দা নিবাস দাস । তিনি জ্যোতিষ চর্চা করেন । বাড়িতে স্ত্রী, ছেলে, মেয়ে, শাশুড়ি ও দিদিকে নিয়ে তাঁর সংসার । শুক্রবার নিবাস দাস তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাঁকুড়ার জয়রামবাটি সারদামণির জন্মস্থানে বেড়াতে গিয়েছিলেন । তাঁর বাড়িতে ছিলেন বৃদ্ধা শাশুড়ি, দিদি ও ছেলে রাকেশ দাস। অভিযোগ, রাত দশটা-এগারোটা নাগাদ নিবাস দাসের বাড়ির বাগানের পিছন দিকের দরজা দিয়ে 6-7 জনের ডাকাত দল ঢুকে পড়ে । তাদের হাতে ছিল হাঁসুয়া ও রিভালবার । প্রত্যেকের মুখ বাঁধা ছিল । তারা প্রথমে রাকেশকে রিভালবার দেখিয়ে আটকে রেখে লুঠপাট চালাতে শুরু করে । রাকেশ বাধা দিতে গেলে ডাকাতেরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । সেই গুলি রাকেশের পিঠের পাঁজর ছুঁয়ে বেরিয়ে যায় । ডাকাতদের হাঁসুয়ার কোপে রাকেশের হাতের আঙুল কেটে যায় । তারা ঘরের আলমারিতে থাকা নগদ টাকা ও গয়না বের করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে । ডাকাতরা বাংলাতেই কথাবার্তা বলছিল । এরপর তারা লুটপাট চালিয়ে পালিয়ে যায় । তবে ওই বাড়িতে একটা কুকুর ছিল । ঘটনার পর থেকেই কুকুরটির খোঁজ মিলছে না । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ । কুকুরটিকে মেরে বাইরে ফেলে দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা ।