এবার ওটিটিতেও রোহিতের কপ অ্যাকশন থ্রিলার। এটা ওয়েব সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে আসছে রোহিতের নতুন কপ থ্রিলার সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। সদ্যই মুক্তি পেল সিরিজের প্রথম টিজার।আর তাতেই রীতিমতো নজর কাড়লেন রোহিতের কপ ফ্র্যাঞ্চাইজির নবতম সংযোজন সিদ্ধার্থ মালহোত্রা।অবশ্য খবরটা মিলেছিল বেশ কিছুদিন আগেই।‘সিংহম’ অজয় দেবগণ,’সিম্বা’ রণভীর সিং এবং ‘সূর্যবংশী’ অক্ষয় কুমারের পর রোহিত শেট্টির কপ ফ্যামিলিতে যে পা রাখছেন করণের প্রিয় ছাত্র সিড এমনটাই জানা গিয়েছে বেশ কিছুদিন আগেই।গতবছর শেরশাহ-এর সাফল্যের পরই নতুন কাজের জন্য তাঁকে বেছে নেন ‘সূর্যবংশী’-র পরিচালক।সম্প্রতি ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শ্যুটিং শুরু করেছেন রোহিত শেট্টি।আর এটাই হতে চলেছে ওটিটিতে রোহিতের প্রথম কাজ।


