ঈশিতা উপাধ্যায়ঃ ফের একবার বুদ্ধিদীপ্ত পরিচালনার পরিচয় দিলেন পরিচালক অভিরূপ ঘোষ। হইচই প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে অভিরূপ ঘোষ পরিচালিত ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর তৃতীয় সিজন। আগের দুটি সিজনের মতো এই সিজনেও রয়েছে তিনটে গল্প। প্রত্যেকটা গল্পই বেশ চমৎকারভাবে তৈরি করা হয়েছে। পরিচালকের রিসার্চ ওয়ার্ক যে বেশ ভালো তা এই সিরিজ দেখলেই বোঝা যায়। এই সিরিজে কালো নেকড়ের ইতিহাস, মড়া চরিত্রটির আবির্ভাব ও শকুনির পরিণাম দেখানো হয়েছে। এই সিরিজে বিভিন্ন চরিত্রে আছেন কাঞ্চন মল্লিক, তথাগত বন্দোপাধ্যায়, শাওলি চট্টোপাধ্যায়, রুকমা রায়, সায়নী ঘোষ, সৌরভ দাস। প্রত্যেকেই নিজের চরিত্রে বেশ ভালো। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কোনও ত্রুটি রাখা হয়নি। তবে সৌরভ-এর মরা চরিত্র দর্শক মনে যে গভীর দাগ কেটেছে তা বলাই বাহুল্য। সংলাপের ক্ষেত্রেই বেশ যত্ন নিয়েছেন পরিচালক। চরিত্রগুলিকে বাস্তব রূপ দিতে মেকআপের অবদান অনস্বীকার্য। সিনেমাটোগ্রাফি এবং কালারকাস্টিং-এও কড়া নজর রাখা হয়েছে। ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর তৃতীয় সিজনের শেষে চতুর্থ সিজনের দাবী থেকেই গেল অনায়াসে।