দেশ

Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ

দিল্লি দাঙ্গার ঘটনায় বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ। আপাতদৃষ্টিতে অভিযোগে গ্রহণযোগ্যতার ইঙ্গিত রয়েছে, মন্তব্য আদালতের। ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় নির্দেশ রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরশিয়ার। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য অপরাধের ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য বিচারকের। প্রশাসনিক তথ্য অনুযায়ী ঘটনার সময় মিশ্র ওই এলাকায় ছিলেন, মন্তব্য আদালতের। মুহাম্মদ ইলিয়াস নামে অভিযোগকারীর মামলায় পুলিশের বক্তব্য ছিল, মিশ্রকে ওই দাঙ্গায় ফাঁসানোর জন্য পরিকল্পনামাফিক চক্রান্ত করা হয়েছে। এই বক্তব্যের সমর্থনে হ্যাশট্যাগ অ্যারেস্ট কপিল মিশ্র নামে সমাজমাধ্যমে চলা প্রচারের তথ্য পেশ।