দেশ

RTI-এর আওতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও তাঁর দপ্তর

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ তথ্যের অধিকার আইনের আওতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও তাঁর দপ্তর ৷ আজ এই মর্মে রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৷ বিচারব্যবস্থার স্বচ্ছতার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ ৷ তিন বিচারপতি তথ্যের অধিকার আইনের আওতায় আনার পক্ষে রায় দেন, বাকি দু’জন ভিন্ন মত পোষণ করেন ৷ আজকের এই রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়কেই মান্যতা দিল ৷ বিচারব্যবস্থাকে তথ্যের অধিকার সংক্রান্ত আইনের আওতায় আনার পক্ষে মত দেন 3 জন বিচারপতি ৷ বিপক্ষে মত ছিল 2 জনের ৷ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই আজ এই রায় আসে ৷ আজকের রায়ে বলা হয়েছে, “প্রধান বিচারপতি সরকারি কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত । তথ্যের অধিকার এবং গোপনীয়তার অধিকার দুটিই একই মুদ্রার দুটি দিক ” ৷ RTI বিল অনুযায়ী, যে কোনও সরকারি দপ্তর বা কর্তৃপক্ষ তথ্যের অধিকার আইনের আওতাভুক্ত ৷