জেলা

রামনগরে দোকানে ঢুকল বাস

হঠাৎই অসুস্থ চলন্ত বাসের চালক। যার জেরে দোকানে ঢুকে পড়ল বাস। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগরে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তড়িঘড়ি ওই চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। জানা গিয়েছে, মেদিনীপুর থেকে দিঘার দিকে যাচ্ছিল বাসটি। রামনগরে পৌঁছনোর পর দিঘার দিকে যাওয়ার সময় বাসস্ট্যান্ডের পাশে হঠাৎ একটি টার্ন নিয়ে ঢুকে পড়ে স্থানীয় দোকানের মধ্যে। স্থানীয়দের দাবি, বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আর তার ফলেই ঘটে যায় এই বিপত্তি। যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি। আর বাসেরও বাইরেও কোনও হতাহতের খবর নেই। ফুটপাতের পাশে দোকানগুলি ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোনও আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে। ঘটনায় বাসের যাত্রীরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি বাস থেকে নেমেও আসেন তাঁরা। চালক তীব্র গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। দ্রুত ওই চালককে চিকিৎসকার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনায় রীতিমতো যানজট সৃষ্টি হয় ওই জায়গায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার পুলিশ। যানজট সরিয়ে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিত।