বিদেশ

ইউক্রেনে ফের বড়সড় হামলা চালাল রাশিয়া, মৃত ১৩, জখম ৪০

ইউক্রেনে ফের বড়সড় হামলা চালাল রাশিয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের শহর জাপোরিঝঝিয়ায় বোমা হামলা চালিয়েছে পুতিনের দেশ। যার ফলে মৃত্যু হয়েছে ১৩ জনের। জখম ৪০। জখমদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিগত কয়েকদিন ধরেই ইউক্রেনে হামলার গতি বাড়িয়ে দিয়েছে মস্কো। পুতিনের এই আচরণে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল, বুধবার রাশিয়ার বোমা হামলার বিষয়ে ক্ষোভপ্রকাশ করে জেলেনস্কি বলেন, ‘শহরে বোমা হামলার চেয়ে নৃশংস ঘটনা আর কিছুই নেই। এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে। এইধরনের জঙ্গি কার্যকলাপের জন্য রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। ইউক্রেনের সাধারণ মানুষদের বাঁচাতে সবার এগিয়ে আসা উচিত।’ বোমা হামলার বিষয়ে কিভ জানিয়েছে, কয়েকটি বহুতল আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়কেটি কারখানা ও রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভ আরও জানিয়েছে, রাশিয়ার বোমা হামলার জেরে একটি বহুতলের ধ্বংসাবশেষ রাস্তায় চলন্ত এক ট্রাম ও বাসের উপরে গিয়ে পড়ে। যার ফলে ঘটে দুর্ঘটনা। ওই ট্রাম ও বাসে অনেক যাত্রী ছিলেন বলেও জানিয়েছে ইউক্রেনের প্রশাসন।