বিদেশ

রুশ সেনা প্রশিক্ষণ শিবিরে বন্দুকবাজের হামলা, হত ১১, জখম ১৫

রুশ সেনা প্রশিক্ষণ শিবিরে বন্দুকবাজের হামলা। প্রাণ হারিয়েছেন ১১জন। হামলায় জখম আরও ১৫। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হামলার পর দুই বন্দুকবাজ আত্মহনন করে। ঘটনায় সেনা ছাউনিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ১৫ অক্টোবর দুই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ দক্ষিণ-পশ্চিমে ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোডে সেনা ছাউনিতে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন ১১জন রুশ সেনা। হামলায় জখম বাহিনীর আরও ১১জন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। হামলার পর দুই বন্দুকবাজ আত্মঘাতী হয়। কী কারণে হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।এই দুই বন্দুকবাজের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হামলার পরে পরে সীমান্ত লাগোয়া সব সেনা ছাউনির নিরাপত্তা কঠোর করা হয়েছে।