জেলা

সাগরদিঘিতে বিজেপির রাজ্য সভাপতিকে ‘গো ব্যাক’ স্লোগান গ্রামবাসীদের

ছাগলের মৃত্যুকে ঘিরে শনিবার দুপুরে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের তাঁতিবিরল গ্রাম।  অভিযোগ আজ দুপুরে তাঁতিবিরল গ্রামে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী দিলীপ সাহাকে নিয়ে প্রচার চালাচ্ছিলেন সেই সময়ে তাঁর গাড়ির কনভয়ের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই গ্রামের এক বাসিন্দার একটি ছাগলের। এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক সুকান্ত মজুমদারের গাড়ির সামনে দাঁড়িয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পরে সাগরদিঘি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।  সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তিনবারে তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হওয়া ওই আসনে সোমবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনী প্রচারের আজই ছিল শেষ দিন। তাই সমস্ত রাজনৈতিক দলই পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আজ প্রচার করে। তাঁতিবিরল গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা নবাব মিঞা অভিযোগ করেন, ‘আজ দুপুরে যখন বিজেপির রাজ্য সভাপতির কনভয় গ্রাম দিয়ে যাচ্ছিল তখন গাড়িগুলোর গতিবেগ অত্যন্ত বেশি ছিল। সেই সময় বিজেপির রাজ্য সভাপতির গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় একটি ছাগলের। ক্ষতিপূরণের দাবি জানিয়ে বারবার থামতে বললেও বিজেপি রাজ্য সভাপতির গাড়ি থামতে রাজি হয়নি। প্রচারের শেষ লগ্নে এসে বিজেপি সাগরদিঘির শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে। তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিজেপি রাজ্য সভাপতিকে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছেন।’  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘যারা আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে এই রাজ্য সরকার চাকরি দিতে পারেনি বলে তাদের পরিবারের এবং ওই গ্রামের অনেক লোক এই মুহূর্তে বাইরে রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হয়েছে। তৃণমূল কংগ্রেস অত্যন্ত অসভ্যতার রাজনীতি করছে।’