ভাইরাল

জাপানের হামামাতসুতে সমুদ্রতীরে বিশালাকার রহস্যময় বল

জাপানের উপকূলীয় শহর হামামাতসুতে পর্যটকদের ঘোরার জায়গাতেই সম্প্রতি এক বিশালাকার বল দেখতে পাওয়া যায়। যা আগে স্থানীয়দের চোখে কখনোই পড়েনি। আর সেই জন্যই জন্ম নেয় আতঙ্ক। তবে কী সত্যি কোনও অশনি সঙ্কেত ছিল? সেই আশঙ্কায় খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াডও। আসলে বলটিকে ঘিরে সন্দেহ আরও বাড়ে যখন সেটি ধাক্কা দিয়েও এক জায়গা থেকে সরানো যাচ্ছিল না। পুলিশ এবং বম্ব স্কোয়াড দলের তৎপরতায় পরে এলাকাটি ঘেরাও করা হয়। একইসঙ্গে পুরোদমে চলে তদন্ত। এরপর বস্তুটি যে অন্তত নিরাপদ সেবিষয়ে জানা গিয়েছে। সন্দেহজনক বলটির উপাদান নিশ্চিত করা হয়েছে যে সেটি ফাঁপা এবং ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেই জানান বিশেষজ্ঞরা। বিস্মিত স্থানীয়দের কারোর মতে বিশালাকার বলটি ‘গডজিলা ডিম’ হতে পারে, আবার মহাকাশ থেকে কোনও প্রাণী নেমে এসেছিল বলেই অনেকের বিশ্বাস। টুইটারে সংশ্লিষ্ট ভিডিয়ো সম্প্রতি শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে সমুদ্রের তীরে বিশাল ধাতব বলটিকে দেখে হতবাক হয় সোশ্যাল মিডিয়াও।