স্বাস্থ্যসচিবের আশ্বাসেও বরফ গলেনি। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার সঠিক ব্যবস্থা করা না হলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের আশ্বাস দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হলেন না চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীরা। শনিবার স্বাস্থ্যসচিবের উপস্থিতিতেই ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। এদিন থেকেই পুলিশি প্রহরা বাড়ানো হবে বলেও জানানো হয়। পাশাপাশি, জানানো হয় অতিরিক্ত প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরা শীঘ্রই বসানো হবে হাসপাতালে নানা গুরুত্বপূর্ণ স্থানে। তবে, জুনিয়র ডাক্তারদের দাবি, ‘স্বাস্থ্যসচিব আমাদের কেবল মৌখিক প্রতিশ্রুতিই দিলেন। সিসিটিভি বসানো সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এই প্রতিশ্রুতিগুলি আমরা গত এক মাস ধরে শুনে এসেছি। আমরা আর প্রতিশ্রুতিতে ভুলব না। যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।’ দশ দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার দফায় দফায় চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যসচিব, জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তাঁদের জানানো হয়, আগামীকাল থেকেই সিসিটিভি বসানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে, যা সাত দিনের মধ্যেই দেখতে পারবেন হাসপাতালের কর্মীরা। তবে এই আশ্বাস মেনে নেননি অবস্থানরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।