সইফ আলি খানের ওপর হামলার ঘনটায় মুম্বই পুলিশের জালে এক ব্যক্তি ৷ ইতিমধ্যেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকালই মুম্বই পুলিশ জানিয়েছিল, অভিনেতার ওপর যে হামলা চালিয়েছে তাকে শেষবার বান্দ্রা স্টেশনের কাছে দেখা গিয়েছিল ৷ এরপরেই চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি দেখে শুরু হয় খোঁজ ৷ এরপর শুক্রবার সকালে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ এই ব্যক্তিই কি আসল দোষী ? এক কোটি টাকা চেয়ে এই ব্যক্তিই কি সইফের ওপর হামলা চালিয়েছে ? নাকি অভিযুক্তের সঙ্গে যুক্ত ছিলেন ? একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই ৷
