কলকাতা

বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরালে ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলির, ধর্মেন্দ্র প্রধানকে চিঠি অমিত মিত্রের

বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরাবেন না। হেড কোয়ার্টার সরালে বহু মানুষ কাজ হারাবেন। ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলির।’ এদিন এই মর্মে কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র। তিনি চিঠিতে উদ্বেগের সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রীকে লিখেছেন, ‘বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরাবেন না। হেড কোয়ার্টার সরালে বহু মানুষ কাজ হারাবেন। ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলির। বিশেষ করে দুর্গাপুর ও বার্নপুরের স্টিল প্ল্যান্টগুলির ক্ষতি হবে। যার ফলে কর্মহীন হবে অনেক মানুষ। তাই আপানাদের বোর্ড কমিটির মিটিং-এই বিষয়ে আলোচনা করুন, ব্যাপারটি চিন্তাভাবনা করার আর্জি জানাচ্ছি। এছাড়াও SAIL-এর হেড কোয়ার্টার বাংলায় থাকায় এরাজ্যের কিছু লাভ হয়। তাই সবদিক দিয়ে রাজ্যের ক্ষতিও হবে।’ রাজনৈতিক মহলের ধারণা কেন্দ্রে মোদি সরকার আসার পর, রাজ্যের মধ্যে থাকা সমস্ত কেন্দ্রীয় সংস্থার হেড কোয়ার্টার দিল্লি বা গুজরাতে নিয়ে গিয়ে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা চলছে। আর ভাতে না মেরে পাতে মারতেই ও বাংলার প্রতি বঞ্চনা দেখাতেই এইধরনের কাজ করছে কেন্দ্রের সরকার। যার মধ্যেই এই সেলের হেড কোয়ার্টার রাজ্যের মধ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া অন্যতম। SAIL রাজ্য থেকে চলে গেলে আখেরে ক্ষতি হবে দুর্গাপুর ও বার্নপুরে থাকা একাধিক লৌহ-ইস্পাত কারখানাগুলি। তাই কিছুটা উদ্বিগ্ন হয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।