রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২০১৩ জন ৷ তারমধ্যেই করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা আনল নবান্ন৷ আজ জানিয়ে দেওয়া হল, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে রাজ্যের সেলুন-বিউটি পার্লার৷ পাশাপাশি এও স্পষ্ট করে দেওয়া হয়, কর্মী এবং খদ্দের- উভয়েরই টিকার দুটি ডোজ থাকতে হবে। পাশাপাশি মানতে হবে সমস্ত কোভিডবিধি। সালোঁ ও পার্লারে নিয়মিত স্যানিটাইজেশন করাতে হবে।আপাতত ১৫ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। ২ জানুয়ারি ওমিক্রন আতঙ্কের মধ্যেই নতুন করে বিধি-নিষেধের কথা জানিয়েছিল রাজ্য় সরকার ৷ ১৫ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজের পাশাপাশি সেলুন, বিউটি পার্লার বন্ধের কথা বলা হয়েছিল৷ কিন্তু একসপ্তাহের মধ্যেই বিধি-বদল৷