বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টওয়াচকেও ছাপিয়ে গেল স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং!

ফোনের পাশাপাশি ঘড়িও এখন স্মার্ট। তবে সেই স্মার্টওয়াচকেও ছাপিয়ে যেতে এল স্মার্ট রিং। এটি একরকম আংটি। নাম স্যামসাং গ্যালাক্সি রিং।  এর বিশেষত্ব আসলে প্রথম চমক এটির ডিজাইন। যেমন আংটি হয় তেমনই ওজন-আয়তন। তার উপর যেসব ফিচার্স রয়েছে তা বেশ নজরকাড়া। একবার চার্জে ৭ দিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই গ্যালাক্সি রিং। চলুন ফিচার্সের খুঁটিনাটি জেনে নেওয়া যাক। স্মার্ট রিং তো বটেই, তবে এটিকে ব্যক্তিগত ওয়েলনেস অ্যাসিস্ট্যান্ট বললেও ভুল হবে না। কারণ এতে রয়েছে গুচ্ছের ট্র্যাকিং ফিচার্স। শরীরের তাপমাত্রা, অক্সিজেনের পরিমাণ থেকে শুরু করে কত ক্যালোরি খরচ করছেন তারও হিসাব দেবে এই স্মার্ট রিং। গ্যালাক্সি রিং-এ পাবেন অ্যাডভান্স হেলথ মনিটরিং ফিচার্স। কাজ করে বাড়িতে এসে সঠিক ঘুম হচ্ছে কিনা তার একটা খসড়া জানিয়ে দেবে আপনাকে। পাশাপাশি হার্ট রেট সঠিক চলছে কিনা অথবা শরীরের পর্যাপ্ত যত্ন নিচ্ছেন তাও জানাবে এই রিং। স্যামসাংয়ের নতুন আংটির কেরামতি এখানেই শেষ নয়। ইউজারের শারীরিক তথ্য বিশ্লেষণ করে সেই অনুযায়ী হেলথ মেট্রিক্স এবং তা ভালো করার উপায়ও বলে দেবে।