সন্দেশখালির ঘটনায় একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। হিংসার বিভিন্ন ঘটনা এবং অপরাধীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে।মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ফেরাতে সুরক্ষার কি কি পদক্ষেপ করা হয়েছে এবং যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে, তার বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে বলেছে এনএইচআরসি।সংবাদ মাধ্যমের খবর উদ্ধৃত করে কমিশন বলেছে, রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকা একদল লোক, ঐ এলাকার নিরীহ মহিলাদের হেনস্থা এবং যৌন নির্যাতন করেছে, যার প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সরেজমিনে দেখতে তাদের একটি দল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে এনএইচআরসি।