বিনোদন

কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

সুরের আকাশ আঁধার করে চিরবিদায় নিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অসংখ্য অনুরাগীর চোখের জলের শ্রোতে আজ সিক্ত মহানগরের রাজপথে শোকযাত্রা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেটাই যে হবে তাঁর শেষ লড়াই, তা অনুমান করেননি তাঁর অনুগামীরা। অবশেষে লড়াই শেষ হয় মঙ্গলবার সন্ধ্যায়। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। বুধবার সকাল থেকে তাঁর দেহ শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। এদিন সকালে রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পীকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মুনমুন সেন-সহ আরও অনেকে। প্রিয় শিল্পীকে শেষ দেখা দেখতে এসেছিলেন অগণিত ভক্ত-অনুরাগী। রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন জগতের মানুষ এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন সেখানে। সেখান থেকে প্রয়াত শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। শোকযাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ মর্যাদায়, গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বাংলা সঙ্গীত জগতে একটি যুগের অবসান। সুরালোকে পাড়ি দিলেন কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্য়ায়।