কলকাতা

১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিস থেকে বেরোলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের

শুক্রবারের পর শনিবার সকালে ফের তলব করা হয়েছিল সন্দীপকে। শুক্রবার বিকেলে তিনি সিবিআই দফতরে গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, মাঝরাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে শনিবার আবার তলব করা হয়েছিল তাঁকে।সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় বেশ কিছু নথি নিয়ে তাঁকে ঢুকতে দেখা গিয়েছিল। প্রায় সাড়ে ১৩ ঘণ্টা সন্দীপকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তা এখনও জানা যায়নি। শুক্রবার বিকেল ৩টের পর সিবিআইয়ের গাড়িতে চেপে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন সন্দীপ। সূত্রের খবর, তাঁকে রাস্তা থেকে গাড়িতে তোলে সিবিআই। সন্দীপকে আগেই তলব করা হয়েছিল। শুক্রবারই আদালতে সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন, সিবিআই তলবে হাজিরা দিতে চান সন্দীপ। কিন্তু তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত। এর পর সিবিআই গাড়িতে করে তাঁকে দফতরে নিয়ে যায়। গভীর রাতে বাড়ি ফিরলেও তাঁকে ফের শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে আসতে হয়।