রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা ৷ এখন তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব ৷ সোমবার একটি সরকারি নির্দেশিকায় বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগ ৷ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হচ্ছে ১০ ডিসেম্বর ৷ তিনি ছ’বছর ধরে আরবিআই গভর্নর পদে ছিলেন ৷ তাঁর মেয়াদ শেষ হলে পরদিন অর্থাৎ ১১ ডিসেম্বর আরবিআই-এর নতুন গভর্নরের দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয় মালহোত্রা ৷ সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, “রাজস্ব সচিব আইএএস সঞ্জয় মালহোত্রাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে নিযুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি ৷ ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য তিনি এই পদে থাকবেন ৷” ১৯৯০ সালের আইএস ক্যাডার সঞ্জয় কানপুর আইআইটি’র কম্পিউটার সায়েন্স-এ স্নাতক ৷ এছাড়া আমেরিকায় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন সঞ্জয় মালহোত্রা ৷ তিনি অর্থ এবং আয়কর বিভাগ, তথ্য ও সম্প্রচার, খনির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন ৷ এখন তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব ৷ এর আগে সঞ্জয় মালহোত্রা অর্থ মন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসেস বিভাগের সচিব ছিলেন ৷ রাজ্যস্তর-সহ কেন্দ্রীয় সরকারের অর্থ এবং আয়কর বিভাগে তাঁর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে ৷ করের নীতি প্রণয়নের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷