দেশ

১০৩৮ কোটি টাকার কেলেঙ্কারি মামলায় সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি

কালে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে হানা ৷ আর তার প্রায় ৯ ঘণ্টা পরে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে ইডি আটক করেছে ৷ আটক করার পরে রাাজ্যসভার এই সাংসদকে নিয়ে মুম্বইয়ে নিজেদের দফতরে আসেন ইডির আধিকারিকরা ৷ রবিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মুম্বইয়ের বাড়িতে যান। পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে ইডি-র অভিযান চলে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন ম্যারাথন জিজ্ঞাসবাদের পর তাঁকে আটক করা হয়। এদিকে রবিবার সকাল থেকেই সঞ্জয় রাউতের বাড়ির সামনে ভিড় করেন তাঁর সমর্থক ও অনুগামীরা। ইডির তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তারা। ইডি-র অভিযানের পর কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন সঞ্জয় রাউত। তিনি বলেন, কোনওমতেই চাপের মুখে ভাঙবেন না। লড়াই চালিয়ে যাবেন। প্রসঙ্গত, এর আগে সঞ্জয় রাউত, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী এর আগে সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি।