কলকাতা

‘শুভেন্দুকেও তদন্তের আওতায় আনা হোক’, দাবি কুণালের

 হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় এবার কোমর বেঁধে রাজনীতির লড়াইয়ে নামল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের শাসকদলের প্রশ্ন, কোথা থেকে এল লক্ষ লক্ষ নগদ টাকা ? রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ হাওড়ার এই ঘটনার পিছনে বিজেপি-যোগের গন্ধ পাচ্ছেন বাংলার শাসকদলের নেতারা ৷ কাঠগড়ায় তুলছেন রাজ্যের বিরোধী দলনেতাকেও ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে কুণাল নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, হাওড়ায় উদ্ধার হওয়া এই টাকা ঝাড়খণ্ডের সরকার ফেলার কাজে ব্যবহার করা হচ্ছিল না তো ? ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের পক্ষেও সওয়াল করেছেন কুণাল ৷ একইসঙ্গে, এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের অবস্থানও জানতে চেয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়ার রানিহাটিতে একটি গাড়ি থেকে অন্তত 49 লক্ষ টাকা উদ্ধার করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ৷ তাঁদের গ্রেফতার করে রাতভর জেরা করে পাঁচলা থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় গাড়ির চালক-সহ আরও এক ব্যক্তিকে ৷ রবিবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয় ৷ এবার এই ইস্যুটিকেই হাতিয়ার করে শিক্ষক দুর্নীতির আবহে বিজেপি-র উপর পালটা চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস ৷