দেশ

বিজেপির নির্দেশেই ‘বাংলার বাঘিনী’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যান নির্বাচন কমিশনের, তোপ শিবসেনার

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়ের পাশে দাড়ালেন মহারাষ্ট্রের শাসকদল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনায় সরব হল তারা। বিজেপির নির্দেশেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন, এদিন এমনটাই দাবি করেছেন শিবসেনা দলের নেতা সঞ্জয় রাউত। শুধু তাই নয়, কমিশনের এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে সুর চড়ান সঞ্জয় রাউত। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ‘বাংলার বাঘিনী’ বলে অভিহিত করেছেন। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এদিন সঞ্জয় রাউত লেখেন, ‘মমতা দিদির উপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এটা ভারতের শাসকদল বিজেপির নির্দেশেই করা হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের স্বাধীনতা এবং গণতন্ত্রের উপর এটা সরাসরি আঘাত।’ ‘বাংলার বাঘিনী’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে শিবসেনা, জানিয়েছেন সঞ্জয় রাউত।