কলকাতা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় । সিবিআইয়ের মামলা থেকে তাঁকে জামিন দিয়েছে আদালত। এর আগে প্রাথমিক নিয়োগের ইডির মামলা থেকেও তিনি জামিন পেয়েছিলেন । আর এবার সিবিআইয়ের মামলা থেকেও জামিন পেলেন তিনি । সূত্রের খবর, এদিন নিজের জামিনের কথা শুনে সংশোধনাগারে কেঁদে ফেললেন শান্তনু। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2023 সালের জানুয়ারি মাসে তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তী সময়ে এই মামলা সিবিআইয়ের হাতে যায় । ফলে সিবিআই হেফাজতে চলে যান শান্তনু । ইতিমধ্যেই প্রাথমিকের দুর্নীতির মামলায় আগে জামিন পেয়েছেন নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জীবনকৃষ্ণ সাহা। শেষ দু’জন শাসক শিবিরের বিধায়ক। তাছাড়া কুন্তলও একসময়ের দলের যুব সংগঠনের পদে ছিলেন। গ্রেফতার হওয়ার তাঁকেও শান্তনুর মতো দল থেকে বহিস্কার করে তৃণমূল। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রও আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্ত । এমনকি এই ঘটনায় গত 7 মার্চ জামিন পান অয়ন শীলও । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এসে জামিন পেলেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় এখনও জেলমুক্তি হয়নি অয়নের । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের একটি অডিয়ো রেকর্ড তাদের হাতে এসেছে । সেই রেকর্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গলাও নাকি রয়েছে ৷ এমনটাই চার্জশিটে উল্লেখ করেছিল সিবিআই । যদিও এই সকল তথ্যগুলি এখনও পুরোপুরিভাবে যাচাই করে উঠতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমতাবস্থায় জামিন পেলেন শান্তনু।