জেলা

সারদার ফাইল-লোপাট কাণ্ডে ধৃত অধিকারী পরিবারের ঘনিষ্ঠ দিলীপ আদালতে গোপন জবানবন্দি দিতে চান

কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট মামলা নাটকীয় মোড় নিতে চলেছে। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ, পুরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে। এবার দিলীপ কাঁথি আদালতের বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক বিবৃতি দিতে চাইছেন! কাঁথি থানার পুলিশ এই মর্মে সোমবার আদালতের অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়েছে। এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকের এই আবেদন পেয়ে, দিলীপের জবানবন্দি নেওয়ার জন্য কাঁথি আদালতে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশি হেফাজতের পর বর্তমানে দিলীপ জেল হেফাজতে রয়েছেন। দিলীপের বিবৃতি দিতে চাওয়ার ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। এই মামলার তদন্তে কলকাতার প্রেসিডেন্সি জেলে গিয়ে কাঁথি থানার পুলিশ সারদাকর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করে আসার পরে পরেই, দিলীপের স্বীকারোক্তিমূলক বিবৃতি প্রদানের ইচ্ছাপ্রকাশের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।