আমরা হিংসাকে উৎসাহ বা সমর্থন করছিনা
শুক্রবার সকালে বেনজির ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া৷ স্থানীয় তৃণমূলনেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে স্থানীয়দের বিপুল বিক্ষোভের মুখে পড়ে ইডি ও সিআরপিএফ জওয়ান৷ বিক্ষোভকারীদের হাতে রীতিমতো হেনস্থা হতে হয় ইডি আধিকারিকদের৷ মাথা ফাটে দু’জন ইডি আধিকারিকের৷ আহতও হন বেশ কয়েকজন৷ মারমুখী জনতার হাতে আক্রান্ত সাংবাদিকড়াও। এ প্রসঙ্গেই এবার মুখ খুললেন রাজ্য়ের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘সন্দেশখালির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করা হয়েছে৷ এমন পরিস্থিতি হওয়ার কথা নয়। গ্রামের মানুষ থেকে জানতে পারছি। তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে৷ রাজনৈতিক উশৃঙ্খলাতা অনেক জায়গায় থাকে৷ এখানে আমরা সহযোগিতার হাত বাড়ানোর কথা বলব৷’ পাশাপাশি তিনি এও বলেন, ‘আমরা হিংসাকে উৎসাহ বা সমর্থন করছিনা। কিন্তু এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে। গ্রামের মানুষ সেটা বুঝতে পারছে। এখন বলছেন রাজ্য দায়িত্ব নিতে পারত। কিন্তু রাজ্যকে কিছুই জানানো হচ্ছে না।’ রাষ্ট্রপতি শাসন নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, ‘রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত না উচিত নয় তার একটা মাপকাঠি হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনী এনেই ভোট হয়েছিল ২০২১ সালে৷ তার ফল সবাই দেখেছে৷ ওইসব ধমকে চমকে লাভ নেই৷ মুখ আর মুখোশ চিনে নিতে হবে৷ রাষ্ট্রপতি শাসন নিয়ে আমরাও চ্যালেঞ্জ করছি৷ রাজ্য পুলিশ আর কেন্দ্র পুলিশ তাহলে কাজ বন্ধ করে দিক৷ বিজেপি সব কাজ করে দিক।’