দেশ

লাদাখের দিকে এগোচ্ছে PLA! প্যানগংয়ের কাছেই তৈরি চিনা আন্ডাগ্রাউন্ড বাঙ্কার, মোতায়েন সামরিক যান

পূর্ব লাদাখে প্যানগং এলাকায় ক্রমেই গতিবিধি বাড়ছে চিনের। স্থিতাবস্থা ফেরানো তো দূর, প্যানগংয়ের কাছে দীর্ঘ সময়ের জন্যে ঘাঁটি গেড়ে বসছে চিন। সম্প্রতি এমনই সব স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ভারতের সীমান্তের খুবই কাছে আন্ডাগ্রাউন্ড বাঙ্কার তৈরি করে সেখানে জ্বালানি এবং বিস্ফোরক মজুত রেখেছে চিন। এদিকে সাঁজোয়া সামরিক যানও মোতায়েন রয়েছে সেই জায়গায়।    সম্প্রতি প্রকাশ্যে আসা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গিয়েছে, প্যানগংয়ের কাছেই পাহাড়ের মাঝে চিনের সারজাপ ঘাঁটিতে গতিবিধি বাড়াচ্ছে চিনা সোনা। প্যানগংয়ের উত্তর তীরে অবস্থিত এই ঘাঁটিতে স্থানীয় হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করছে পিএলএ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে এই সামরিক ঘাঁটি মাত্র ৫ কিলোমিটার। উল্লেখ্য, ২০২০ সালের সংঘর্ষের আগে এই এলাকায় কোনও জনমানবের চিহ্ন ছিল না।