কলকাতা

‘জহর সরকার স্বার্থপর, চাইলে উনি সাংসদপদ ছেড়ে দিন’, বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের

আগেই সাংবাদমাধ্যমের সামনে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ঘাসফুলেরই রাজ্যসভার সাংসদ জহর সরকার। এ বার জহরের বক্তব্য়কে পাল্টা আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। জহরকে স্বার্থপর বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সৌগত। বললেন, জহর সরকার কতটা স্বার্থকেন্দ্রীক, তাঁর এই কথাতেই স্পষ্ট হয়েছে। এমন আমলারা শুধু উপকার গ্রহণ করতে রাজি আছেন, কিন্তু তার পর ক্ষতি করতে একবারও ভাবেন না।  তিনি বলেন, আমি কখনও জহর সরকারকে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখিনি। ওঁকে রাজ্য়সভার সাংসদ করেছিল দল। আর তিনিই প্রকাশ্য়ে দলবিরোধী কথা বলে দিলেন। মনে হয় এমন স্বার্থপর লোককে সাংসদ করা উচিত নয়। এক বছরের মধ্যে তিনি ওঁর রূপ বুঝিয়ে দিলেন।