লকডাউনের জেরে নাজেহাল দেশের মানুষ। এর মাঝে মানুষের জ্বালা-যন্ত্রণা আরও বাড়িয়ে দিল মোদি সরকার। ফের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট (এফডি)-এ সুদের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মহাসঙ্কটে মধ্যবিত্ত। প্রবীণ নাগরিক সহ মূলত যারা সুদের ওপর নির্ভরশীল তাদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল। এর ফলে সমস্যায় পড়বেন বিশেষ করে প্রবীণ নাগরিকেরা, এমনই মত বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদরা নোট ছাপিয়ে মানুষের হাতে তুলে দিয়ে নগদের জোগান বাড়াতে বলছেন, যাতে মানুষের সুরাহা হয়। তা না করে উল্টো পথে চলে এফডি-র সুদের হার আরেক দফা কমিয়ে তাঁদের জীবন দুর্বিষহ করে তুলছে কেন্দ্রীয় সরকার।