দেশ

স্টেট ব্য়াংক হোম লোনে সুদের হার বেড়ে হল ৬.৯৫ শতাংশ

স্টেট ব্য়াংক হোম লোন গ্রাহকদের জন্য় দুঃসংবাদ ৷ হোম লোনে বাড়ছে সুদের হার ৷ গতকাল স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে চলতি মাসের ১ তারিখ থেকে হোম লোনের ক্ষেত্রে সুদের হার বেড়ে হল ৬.৯৫ শতাংশ ৷ গত ১ মার্চ থেকে হোম লোনের গ্রাহকদের জন্য় বেশ কিছু সুবিধা দিয়েছিল স্টেট ব্য়াঙ্ক ৷ কমানো হয়েছিল হোম লোনে সুদের হার ৷ সেসময় সুদের হার ছিল ৬.৭০ শতাংশ ৷ কিন্তু এক মাসের মধ্য়ে সেই সুবিধা তুলে নেওয়া হল ৷ এক ধাক্কায় সুদের হার বাড়ানো হল .২৫ শতাংশ ৷ পাশাপাশি স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রসেসিং ফি-ও নেবে স্টেট ব্য়াংক ৷ যার নূন্য়তম অঙ্ক ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ অঙ্ক ৩০ হাজার টাকা ৷ পুরো বিষয়টি নির্ভর করছে লোনের টাকা এবং জিএসটি-র উপর ৷ এদিকে স্টেট ব্য়াংকের সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গতমাসেই বিভিন্ন বেসরকারি ব্য়াংক যেমন কোটাক মহিন্দ্রা, আইসিআইসি ব্যাংক এইচডিসি ব্য়াংক হোম লোনে তাদের সুদের হার কমিয়েছে ৷ যদিও আবার তারা সুদের অঙ্ক বাড়াবে কিনা তা জানা যায়নি ৷ হোম লোন দেওয়ার ক্ষেত্রে দেশের বাজারে শীর্ষে রয়েছে স্টেট ব্য়াঙ্ক। বাজারের ৩৪ শতাংশ তাদের দখলে রয়েছে। হোম লোনের ব্যবসার ক্ষেত্রে প্রায় ৫ লাখ কোটির গণ্ডি পেরিয়ে গেছে তারা৷ আগামী ৩ বছরের মধ্য়ে ব্য়বসার অঙ্ক ৭ লাখ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য়মাত্রা নিয়েছে ৷