জেলা

ফের চালু নিউ বারাকপুর-দিঘা বাস পরিষেবা

নিউ বারাকপুর পুরসভার উদ্যোগে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেলঘরিয়া ডিপোর সহযোগিতায় পুনরায় চালু হল নিউ বারাকপুর থেকে দিঘা বাস পরিষেবা। সবুজ পতাকা নেড়ে এদিন বাস পরিষেবার উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেলঘরিয়া ডিপোর ইনচার্জ সোমনাথ বসু প্রমুখ। চেয়ারম্যান বলেন, ২০১৮ সালে প্রথম চালু হয়েছিল নিউ বারাকপুর-দীঘা বাস পরিষেবা। করোনা পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যায়। তারপর এলাকার মানুষের চাহিদা পূরণে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর প্রচেষ্টায় পুনরায় চালু হল নিউ বারাকপুর-দিঘা বাস পরিষেবা। প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিট ছাড়বে এই বাস। ফিরতি বাস দিঘা থেকে ছাড়বে দুপুর ২টোয়। দিঘা এবং নিউ ব্যারাকপুরের মধ্যের দূরত্ব পাঁচ ঘণ্টায় নিয়ে যাবে বাসটি, জানানো হয়েছে এমনটাই। ভাড়া মাথাপিছু ১৫০ টাকা। এই রুটের মধ্যে পড়বে নিউ বারাকপুর, এয়ারপোর্ট, ডানলপ, সলপ, ধুলোগড়, রানিহাটি, বাগনান, মেচেদা, নন্দকুমার, নিউ দিঘা। কমবেশি পাঁচ ঘণ্টা সময় লাগবে। বৃহস্পতিবার থেকে প্রতিদিন এই বাস পরিষেবা চলবে। স্বাভাবিকভাবে খুশি স্থানীয় বাসিন্দারা।