দেশ

গুজরাতে গোধরাকাণ্ডে ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর করল সুপ্রিমকোর্ট

গুজরাতে গোধরা ট্রেন জ্বালিয়ে দেওয়ার মামলায় আটজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি একই মামলায় শুক্রবার অন্য চারজনের জামিন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ মামলায় ওই চার অভিযুক্তের ভূমিকা গুরুতর উল্লেখ করেই জামিন দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট । উল্লেখ্য ২০২২এর ফেব্রুয়ারিতে গোধরায় ট্রেনে হামলার ঘটনায় ৫৯ জন দগ্ধ হয়ে মারা যান ৷এদিন গুজরাত সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা হলফনামা জমা দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ৷ এরপরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহ জানান ট্রেনে হামলা এবং জ্বালিয়ে দেওয়ার মামলায় চার অভিযুক্তের ভূমিকা অত্যন্ত গুরুতর ৷ সেই সঙ্গে তাদের জামিনের আবেদনেও কিছু সমস্যা রয়েছে । অভিযুক্তরা প্রায় ১৭ বছর ধরে জেলে রয়েছে ৷ অন্যদিকে চার অভিযুক্তের জামিনের বিরোধিতা করে তুষার মেহতা জানান তাদের একজনের কাছ থেকে একটি লোহার পাইপ উদ্ধার হয়েছে ৷ অন্য অভিযুক্তের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি লাঠিতে লাগানো কাস্তেও বাজেয়াপ্ত হয়েছে তাদের থেকে । তুষার মেহতার অভিযোগ এই চার অভিযুক্তের মধ্যে একজন পেট্রল কিনে মজুত করেছিল ৷ সেটাই ট্রেনে আগুন লাগানোর কাজে ব্যবহৃত হয়েছিল ৷ পাশাপাশি সলিসিটর জেনারেলের দাবি শেষ অভিযুক্ত যাত্রীদের উপর হামলা চালিয়ে লুট করেছিল ৷ অন্যদিকে আবেদনকারীদের পক্ষে আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান আদালত চাইলে শুনানি স্থগিত রাখতে পারে ৷ এরপরই চার দোষীর জামিনের আবেদন নামঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ ৷ হেগড়ে অবশ্য জানিয়েছেন বিশেষ করে শনিবার একটি ধর্মীয় উৎসব রয়েছে ৷ তার আগে জামিন আবেদনের শুনানি স্থগিত রাখার অনুরোধ করেছেন ৷ আগামী দুই সপ্তাহ পর মামলার শুনানির জন্য আর্জি জানান তিনি ৷আরও পড়ুন অবসর নেওয়ায় কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতাকে ফোন করে ধন্যবাদ মোদিরযদিও তুষার মেহতা এদিন আদালতে চার অভিযুক্তের জামিনের আবেদন খারিজের পক্ষে জোরদার সওয়াল করেন ৷ দু পক্ষের সওয়ালজবাব শেষে প্রধান বিচারপতির বেঞ্চ আটজন আবেদনকারীর দায়রা আদালতের শর্ত অনুযায়ী জামিন মঞ্জুর করে ৷ প্রসঙ্গত গুজরাত সরকার ১১ অভিযুক্তের মৃত্যুদণ্ড রদের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছিল । গত বছরের ১৫ ডিসেম্বরও সুপ্রিম কোর্ট গোধরাকাণ্ডের ঘটনায় এক অভিযুক্তের জামিন মঞ্জুর করে ৷”