দেশ

আগামীকাল শিবসেনার প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। কাল, সর্বোচ্চ আদালতের  প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে দুপুর সাড়ে তিনটে শুনানি শুরু হবে। বেঞ্চের অপর বিচারপতি পিএস নরসিমহা। শিবসেনার হয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেন বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিব্বল। তিনি মামলার জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানান।  মামলা দায়ের হয়েছিল গত ২০ তারিখ। দায়ের করা মামলায় বলা হয়, নির্বাচন কমিশন অবৈধভাবে শুধুমাত্র ক্ষমতার দৌলতে তাদের দলীয় প্রতীত তীর – ধনুক ব্যবহারের অধিকার দিয়েছে শিন্ডে শিবিরকে। সেই সঙ্গে এটাও জানিয়েছে, তারাই আসল শিবসেনা। মামলার প্রাথমিক শুনানিতে উদ্ধব শিবিরের আইনজীবী কপিল সিব্বল বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত থেকে স্থগিতাদেশ জারি না করা হলে উদ্ধব শিবিরের অ্যাকাউন্ট  ফ্রিজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উদ্ধব শিবিরের বিধায়কদের সদস্যপদও খারিজ করে দিতে পারে কমিশন। কারণ, কমিশন জানিয়েছে, শিন্ডেরাই আসল শিবসেনা। কমিশনের এই সিদ্ধান্ত শুধু একতরফা নয়, কমিশন বিশেষ একটি শিবিরের হয়ে কাজ করেছে। তাদের খুশি করাই কমিশনের একমাত্র উদ্দেশ্য। কপিল সিব্বলের যুক্তিকে প্রাধান্য দিয়ে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাস কাল দুপুর সাড়ে তিনটে মামলার শুনানিতে রাজি হয়েছে।