দেশ

সমকামী বিবাহে আইনি স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্রের কাছে রিপোর্ট তলব সুপ্রিমকোর্টের

সমকামী বিবাহে আইনি স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। শুক্রবার সমপ্রেমী বিবাহ আইনসিদ্ধ করার আর্জি জানিয়ে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শুনানির সময় এই জবাব তলব করে শীর্ষ আদালত। এই মর্মে কেন্দ্রকে একটি নোটিশও পাঠানো হয়েছে। দেশের এক গে যুগল ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় সমপ্রেমী বিবাহের বৈধতার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। এদিন সেই মামলারই শুনানি ছিল। দেশের নয়া বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নিয়ে এবার কেন্দ্রের কাছে জবাব চাইলেন।

উল্লেখ্য, দেশে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় সমপ্রেমী বিবাহ আইনসিদ্ধ করা হোক। এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে সম্প্রতি একটি মামলা দায়ের করেছিলেন হায়দরাবাদের সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় দাং। তাঁরা প্রায় ১০ বছর ধরে লিভ ইন করছেন। এক অপরকে ভালোবাসা এবং এক ছাদের তলায় থাকলেও তাঁরা বিয়ে করতে পারেননি। কারণে ভারতে সমপ্রেমী বিবাহ বেআইনি। এই গে কাপল জানিয়েছেন, দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে পরিবারের সম্মতিতেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, আইন গেঁরোয় আটকে যান।