২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় বম্বে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে বম্বে হাই কোর্টের রায়ে বেকসুর খালাস পাওয়া ১২ জনের মুক্তির নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। বরং শীর্ষ আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে ওই ১২ জনকে ফের গ্রেপ্তার করা যাবে না । সোমবার বম্বে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ ২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকে বেকসুর মুক্তি দেয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। সেই মামলাতেই এই নির্দেশ।


