সাংসদ পদ ফিরে পাচ্ছেন কংগ্রেস রাহুল গান্ধী। ‘মোদী’ পদবি মামলায় তাঁকে যে দুই বছরের কারাদণ্ডের দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত, তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। যে শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। রাহুলের সাংসদপদ খারিজ হওয়ার প্রভাব শুধুমাত্র তাঁর উপর পড়ে না। বরং তাঁর সংসদ এলাকার মানুষের উপরও পড়ে। সেই পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির উপর স্থগিতাদেশের প্রয়োজন আছে। সেইসঙ্গে রাহুলের বিরুদ্ধে যে মন্তব্য করার অভিযোগ উঠেছে, সেরকম মন্তব্য করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। যে নির্দেশের পর কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘সত্যমেব জয়তে (সত্যের জয় হয়েছে)। ষড়যন্ত্র করা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে, তা ব্যর্থ হয়েছে।’ সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশকে স্বাগত জানিয়ে কংগ্রেস বলেছে, ঘৃণার প্রতিবাদে ভালোবাসার জয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেই কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী বলেন, এটা একটা খুশির দিন। রাহুলের সাংসদ ফিরে পাওয়ার ব্যাপারে আজই তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলবেন এবং লিখিত জানাবেন বলে বলেন অধীর। এই রায়ে কংগ্রেসের পাশাপাশিই খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল নেত্রী।


