সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নিয়োগ দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার নিজাম প্যালেসে আগেই ডেকে পাঠিয়ে একদফা জিজ্ঞাসাবাদ করেছে। আর যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে না হয় তার সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন অভিষেক। সেই আপিল শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। কিন্তু এরপরেই সামনে আসে যে সিবিআই কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে। এমনকি প্রয়োজনে অভিষেককে গ্রেফতার করার আঁটঘাটও বাঁধছেন তাঁরা। আদালতের নির্দেশে অভিষেক যতই তদন্তে সহযোগিতা করুক না কেন, তাঁকে গ্রেফতার করার ছক কষেই এগোচ্ছে সিবিআই। সেটা বুঝতে পেরেই সুপ্রিম কোর্টে আপিল করেন অভিষেক। সেখানে সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের অবকাশকালীন বেঞ্চে আর্জি জানান অভিষেক। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে, বলে শীর্ষ আদালতে আশঙ্কা প্রকাশও করেন মনু সিঙ্ঘভি। কিন্তু দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। সেই মামলার শুনানি হল এদিন। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে ১০ জুলাই। সেদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের দেওয়া ২৫ লক্ষ টাকার জরিমানার ওপর স্থগিতাদেশ থাকবে। ১০ জুলাই আদালত এই নিয়ে শুনানি শুনবে যে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশটি বহাল থাকবে না বাতিল হবে। তবে আপাতত কোনও টাকা দিতে হবে না। কিন্তু নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের ওপর আদালত কোনও হস্তক্ষেপ করতে চায় না।