দেশ

হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৪০ স্কুল পড়ুয়া

সোমবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা হরিয়ানায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন পড়ুয়া। তারা সকালেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হরিয়ানা পরিবহণ নিগমের বাসটি পঞ্চকুলা শহরের দিকে যাচ্ছিল। পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। রাস্তার একপাশে উল্টে যায় সেটি। তড়িঘড়ি করে উদ্ধারকাজে ছুটে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে অন্ততপক্ষে ৭০ জন স্কুল পড়ুয়া ছিল। আহতদের উদ্ধার করে পিঞ্জোর হাসপাতাল এবং সেক্টর সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক মহিলার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেকারণে সম্ভবত বাসের চালক নিয়ন্ত্রণ হারান। তবে ওই সড়কেরও বেহাল দশা। প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই রাস্তায়। দুর্ঘটনার পর বাসের চালককে সাসপেন্ড করেছে হরিয়ানা পরিবহণ নিগম।