কলকাতা

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত এক স্কুলছাত্রী 

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর হল কলকাতার এক ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর। ছাত্রী ওই শিশুর বাড়ি পিকনিক গার্ডেন এলাকায় বলে জানা গিয়েছে। মৃত্যুর কারণ হিসেবে তাঁর ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেইলিওর এবং ডেঙ্গি শক সিনড্রোম উল্লেখ আছে বলে জানা যায়‌। যদিও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগীর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, তাঁর কাছে এরকম কোনও খবর নেই। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশুটির বাড়ি পিকনিক গার্ডেনে। গত ৭–৮ দিন ধরে সে জ্বর এবং গা, হাত, পা ব্যথায় ভুগছিল।‌ প্লেটলেট পরীক্ষায় দেখা যায় তার প্লেটলেট অনেকটাই নেমে গিয়েছে‌। এরপর তাকে পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়‌। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর।