এবার মুর্শিদাবাদে শ্রেণি কক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে আহত হল এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় হরিহরপাড়া এলাকায় গোবরগাড়া হাই মাদ্রাসায় । আহত দুই স্কুল ছাত্রের নাম সামিউল সেখ ও তোহমিদ বাসির। শিক্ষকরা তড়িঘড়ি ওই দুই আহত ছাত্রকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। এক্ষেত্রেও স্কুলের গাফিলতির ব্যাপারেই অভিযোগের আঙুল তুলেছেন অভিভাবকরা।