দেশ

বিহারে বন্যাকবলিত একাধিক এলাকায় স্কুল বন্ধের নির্দেশ

 বিহার সরকারের ডিএম বন্যা কবলিত এলাকাগুলোতে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের পড়ুয়ারা ঠিক মতো করে বন্যার কারণে যাতায়াত করতে পারছে না। গত শুক্রবার এক শিক্ষক নদী পার করার সময় গঙ্গায় পড়ে গিয়ে তলিয়ে যান। সেই কারণে বিহার সরকারের ডিএম সিদ্ধান্ত নিয়েছে এবং এক বিজ্ঞপ্তি জারি করেছেন যে অঞ্চলগুলো ডিএম এর আওতায় পরে সেই অঞ্চলগুলোয় যতদিন না বন্যার পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে। গত শুক্রবার এক বিহারের এক সরকারি স্কুলের শিক্ষক অবিনাশ কুমার গঙ্গা পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান এবং গভীর জলে তলিয়ে যায় তাঁর দেহ। এখনও উদ্ধার হয়নি তাঁর দেহ। উদ্ধার করার জন্য এসডিআরএফ টিম খুঁজে চলেছে।  শিক্ষাবিভাগের সচিব বৈদ্যনাথ যাদব ডিএম দের পাঠানো নির্দেশিতার ওপরে বলেছেন যে ডিএম-রা তাঁদের এলাকাগুলো বন্যার জন্য স্কুলগুলোকে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে, এটা শিক্ষা দপ্তর সবকটা জায়গায় বন্ধ রাখার নির্দেশিকা জারি করেনি। বিহার সরকারের এক আধিকারিক জানান, এই নাসিরগঞ্জ ঘাটে ডুবে যাওয়া শিক্ষক অবিনাশ কুমার ছোট কাশিম চক এলাকার বাসিন্দা। পুলিশ বলেছে শিক্ষক নদী পার করার সময় নৌকায় পা পিছলে ডুবে যান। তাঁর দেহ খোঁজার চেষ্টা করছি।