সামনে লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই শহরে কেন্দ্রীয় বাহিনী। দফায় দফায় আরও বাহিনী পাঠানো হচ্ছে বাংলায়। আর জওয়ানদের থাকার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে শহরের বেশ কিছু স্কুল এবং কলেজকে। জওয়ানরা থাকাকালীন কীভাবে পঠনপাঠন সম্ভব হবে তা নিয়ে রীতিমত ধন্দ্বে পড়ে গিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই অবস্থায় একমাত্র ভরসা অনলাইন ক্লাস। তবে তার আগে স্কুলে থেকে যতটা বেশি সম্ভব ততটা সিলেবাস শেষ করার চেষ্টা করছেন শিক্ষক-শিক্ষিকারা। শেষ ভরসা হিসেবে তাঁরা বেছে নিয়েছেন অনলাইন ক্লাসকে।