বিদেশ

নমুনা সংগ্রহের সময় করোনা আক্রান্ত বাদুড় কামড়ে ছিল চিনা বিজ্ঞানীকে, প্রকাশ্যে তথ্য

এক বছর আগে চিনের ইউহানে প্রথম থাবা বসিয়েছিল করোনা ভাইরাস! কিন্তু কোন ব্যক্তি প্রথম মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাও কোনওদিন জানা যাবে না বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসবের মধ্যে নিজেই স্বীকার করলেন চিনের এক বিজ্ঞানী। প্রকাশিত একটি রিপোর্টে ওই বিজ্ঞানীর প্রকাশ্যে স্বীকার করলেন যে, ভাইরাস সংক্রান্ত নমুনা সংগ্রহের সময় তাঁর হাতে কামড়েছিল করোনা আক্রান্ত একটি বাদুড়। বার বার পৃথিবীর বিভিন্ন দেশ দাবি করেছে, ওই বাদুড় বাহিত ভাইরাসের গবেষণা থেকেই করোনা সংক্রমণ শুরু হয়। বিজ্ঞানীর এই স্বীকারোক্তিতে সেই কথা আবারও স্পষ্ট হল। তাঁর এই স্বীকারোক্তিতে আরও একবার প্রকাশ পেল চিনের লুকোচুরি খেলা। ইউহানের এই বিজ্ঞানী ল্যাবরেটরি থেকে কিছুটা দূরে এক গুহায় গিয়েছিলেন বাদুড়ের নমুনা সংগ্রহ করতে। সেখানেই নাকি একটি বাদুড় তাঁর হাতে কামড় বসায়। পরে জানা যায়, সেই বাদুড়ের শরীরে করোনা ভাইরাস ছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সেদিন তাঁর হাতে গ্লাভস থাকা সত্ত্বেও বাদুড়ের কামড়ে সূঁচ ফোটার মতো অনুভূতি হয়েছিল। করোনা ভাইরাসের বিপদ বুঝেও চিন সময়মতো পদক্ষেপ নেয়নি। উপরন্তু গোটা বিশ্বের কাছে নিজেদের দেশের এই ভয়াবহ পরিস্থিতি গোপন করেছে।এই অভিযোগ বরাবরই ছিল জিনপিং প্রশাসনের বিরুদ্ধে।