দেশ

দেওয়াল টপকে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকল ৪ যুবক, প্রশ্নের মুখে নিরাপত্তা! 

পুলিশের চোখে ধূলো দিয়ে দেওয়াল টপকে মন্দিরের ভিতরে ঢুকে পড়লেন ৪ জন যুবক ! এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মঙ্গলবার ছিল নীলাদ্রি বিজের অনুষ্ঠান ৷ অনুষ্ঠানের জন্য ভিড় জমান ভক্তরা ৷ তাঁদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েক হাজার পুলিশকর্মী ৷ এরই মধ্যে সকলের নজর এড়িয়ে মন্দিরের দক্ষিণদ্বারে কাছে থাকা আবর্জনার স্তূপ বেয়ে মেঘনাথ দেওয়াল টপকে শ্রীমন্দিরের ভিতরে প্রবেশ করেন ৪ জন যুবক ৷পুরীর দীর্ঘদিনের বাসিন্দা সমীর সামন্তরায়া বলেন, “ঘটনাটি গুরুতর ৷ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ৷” সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অনেকেই জানতে চান, 4টি দরজা থাকতে দেওয়াল টপকে কেন এভাবে চোরের মতো মন্দিরে প্রবেশ করলেন ৪ যুবক ? মন্দিরের দক্ষিণদ্বারে 24 ঘণ্টা পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা ৷ চারপাশে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা ৷ এতকিছুর পরেও পুলিশের চোখে ধুলো দিয়ে কীভাবে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন 4 যুবক ? উঠে গিয়েছে এই প্রশ্নও ৷ অপ্রীতিকর ঘটনাকে সঙ্গী করে সদ্য শেষ হয়েছে এ বছরের রথযাত্রা ৷ যাত্রার তৃতীয় দিনে ভোর সাড়ে চারটের জগন্নাথ দেবের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুই মহিলা-সহ 3 জনের ৷ আহত হন বেশ কয়েকজন ৷ পুরীর জেনারেল হাসপাতালে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল ৷