দেশ

ঢিল ছোঁড়ার ঘটনায় বিহার থেকে আটক ২ নাবালক, বন্দে-ভারত এক্সপ্রেসে দ্বিগুন করা হল ট্রেনের নিরাপত্তা

পরপর বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পর দ্বিগুন করা হল ট্রেনের নিরাপত্তা। বৃহস্পতিবার থেকে আরপিএফ-এর পাশাপাশি ট্রেনে ৫ জন জিআরপি কর্মীকেও নিরাপত্তায় মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনের পর ওই ট্রেনে দুবার হামলার পরে নিরাপত্তা দ্বিগুণ করা হল। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আরপিএফ-এর পাশাপাশি জিআরপি-র পাঁচজন পুলিশ কর্মী রওনা দেন। তার আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন রেল পুলিশের এস আর পি এস সেলভা মুরুগান। রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার প্রথম দিনেই ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছুড়ে দরজার কাচ ভাঙ্গা হয়। পরের দিনই আবারও একইভাবে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ইতিমধ্যে সেই ঘটনায় বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করেছে আরপিএফ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ৩ জানুয়ারি পাথর ছোড়ার ঘটনাটি বিহারের মাগুরজান ও ধূলাবাড়ির মাঝে। সেই ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে বিহারের পোর্টিয়া থানা। ঘটনাস্থল পরিদর্শনে আরপিএফের ডিআইজি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুই নাবালককে। তাদের জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে।  এরপরেই সিদ্ধান্ত হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তায় একজন পুলিশ আধিকারিকের সঙ্গে চারজন কনস্টেবল থাকবেন। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে মালদা পর্যন্ত ট্রেনের নিরাপত্তায় থাকবেন রেল পুলিশকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেল পুলিশ সুপার (জিআরপি) এস সেলভামুরুগান বলেন,  “কুমারগঞ্জের ঘটনা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে আরপিএফের কাছে আবেদন করা হয়েছে মামলাটি হস্তান্তরের জন্য। অবশ্য ঘটনা বিহারের হলেও আমরা কোন ঝুঁকি নিচ্ছি না। আরপিএফের পাশাপাশি জিআরপি থাকবে ট্রেনের নিরাপত্তায়।”