খেলা

ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের। ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে লড়াই করলেন কেবল মাত্র সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। এক সময় ৫৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুকছিল ভারতের ইনিংস। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরানো ও নিজেদের অর্ধশতরান করলেও জয় এনে দিতে ব্যর্থ হলেন সূর্য-অক্ষর জুট। ৬৫ রান করেন অক্ষর প্যাটেল ও ৫১ রান করেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯০ রান করে ভারত। ১৬ রানে ম্যাচ জেতে শ্রীলঙ্কার। এদিন টস হেরে ব্যাট করতে দুরন্ত শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। একদিকে ঠান্ডা মাথায় ব্যাট করেন নিসাঙ্কা। অপরদিকে, মারকাটারি ব্যাটিং করেন কুশল মেন্ডিস। ওভার পিছু ১০ রানেক গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যান দুজন। ৮০ রানের পার্টনারশিপ করেন পাথুন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস জুটি। ৩১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন মেন্ডিস। তবে পাথুম নিসাঙ্কার লড়াকু ৩৩ ও চারিথ আসালাঙ্কার ৩৭ রানের ইনিংস খেলে লড়াইটা চালিয়ে যায়। শেষের দিকে দাসুন শানাকার তাণ্ডবের সৌজন্যে বড় রানের ইনিংল গড়তে সমর্থ হয় লঙ্কান লায়ন্সরা। ২২ বলে ৫৬ রান করেন শানাকা। শেষ পর্যন্ত ২০ ওভারে উইকেট হারিয়ে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ইশান কিশান, শুবমান গিল, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া, দীপক হুডারা কেউই বড় স্কোর করতে পারেনি। ৫৭ রানের মধ্যেই অর্ধেক ভারতীয় দল সাজঘরে ফিরে গিয়েছিল। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। চাপের মুহূর্তে পাল্টা কাউন্টার অ্যাটাকের পথে হাঁটেন সূর্য ও অক্ষর জুটি। ৯১ রানের পার্টনারশিপ করেন দুজনে। নিেজেদের অর্ধশতরানও পূরণ করেন তারা। ৩৬ বলে ৫১ রান করে আউট হন সূর্যকুমার। শে। ৩১ বলে ৬৫ রান করেন অক্ষর প্যাটেল। শেষের দিকে ২৬ রানের ইনিংস খেলেন শিবম মাভিও। কিন্তু তা যথেষ্ট ছিল না ভারতকে জয় এনে দেওয়ার জন্য। এই জয়ের ফলে বর্তমানে সিরিজের ফল ১-১। রাজকোটে তৃতীয় ম্যাচ হতে চলেছে সিরিজ নির্ণায়ক।